Header Ads Widget

Responsive Advertisement

খুলনার যশোরে টিএমএসএস'র কার্য অগ্রগতি পর্যালোচনা ও কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত

 


​এ কে খান :

দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর আওতাধীন পরিচালিত অপারেশন-৬ খুলনা ডোমেইন কর্তৃক আয়োজিত ত্রৈমাসিক কার্য অগ্রগতি পর্যালোচনা ও কৌশল নির্ধারণী কর্মশালা সোমবার ৬ অক্টোবর টিএমএসএস-র খুলনা ডোমেইনের, যশোরের ডোমেইন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এই কার্য অগ্রগতি ও কৌশল নিধারণী সভায় বক্তারা তরুণদের মধ্যে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং সংস্থার কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়। আধুনিক টিএমএসএস-র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম-এর প্রতিষ্ঠিত এ সংস্থার খুলনা ডোমেইনের, ডোমেইন প্রধান পরিচালক শুভাশীষ সাহা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মো. সোহরাব আলী খান। 

প্রধান অতিথির বক্তব্যে মো. সোহরাব আলী খান বলেন, আমরা বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে চাই। তরুণদের উদ্যোক্তা করে তুলতে হলে মাঠ কর্মকর্তাদের সে মোতাবেক কাজ করার আহ্বান জানাচ্ছি। তিনি আরও উল্লেখ করেন যে টিএমএসএস লাভের আশায় নয়, বরং সেবার মানসিকতা নিয়ে সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি কর্মকর্তাদের নতুন নতুন প্রকল্প চিহ্নিত করে কাজ করার আহ্বান জানান। সভার সভাপতি শুভাশীষ সাহা স্বাগত বক্তব্যে বিগত সময়ের খুলনা ডোমেইনের কার্য অগ্রগতি, কর্ম পরিকল্পনা, বাস্তবায়ন এবং আগামী দিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি সকল কর্মকর্তাকে ন্যায় নিষ্ঠা ও সততার সাথে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে টিএমএসএস-এর পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সংস্থার সামাজিক ও মানবিক কর্মকান্ডকে আরও গতিশীল ও বেগবান করতে মাঠ কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের গুরুত্ব তুলে ধরেন। কর্মশালায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ডোমেইন কার্যক্রমের ভূমিকা, নতুন কৌশল ও প্রযুক্তি প্রয়োগ, চ্যালেঞ্জ মোকাবিলা, বিগত সময়ের কার্যঅগ্রগতি পর্যালোচনা ও কৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হেম গ্র্যান্ড সেক্টর-এর আওতাধীন এই কর্মশালায় উদ্ভাবনী পদ্ধতি এবং আধুনিক ব্যবস্থাপনার গুরুত্ব আলোচিত হয়। এতে কুষ্টিয়া জোন প্রধান মোঃ মাহবুবুর রহমান, যশোর জোন প্রধান মোঃ হারুনূর রশিদ, খুলনা জোন প্রধান মোঃ ইকবাল হোসেন এবং সাতক্ষীরা জোন প্রধান মো. আব্দুল বারেক নিজ নিজ জোনের কার্যক্রম সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন।খুলনা ডোমেইনের ১৪টি রিজিওন প্রধান, ৭৮টি শাখার শাখা প্রধান এবং ৪টি জোনের জোন প্রধানসহ সংস্থার বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ কর্মশালায় অংশ নেন। অংশ গ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই কর্মশালা তাদের ডোমেইন কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে সহায়ক হবে এবং তারা মাঠ পর্যায়ে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োগ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন। 

কর্মশালায় টিএমএসএস-র উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব মো. মেহেদী পারভেজ ও হিসাব কর্মকর্তাগণ প্রমুখ উপস্থিত ছিলেন। হোম গ্র্যান্ড সেক্টর কর্তৃপক্ষ জানায়, এ ধরনের কর্মশালা ভবিষ্যতে নিয়মিত আয়োজন করা হবে, যাতে সকল স্তরের কর্মীরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচিত হয়ে ডোমেইন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারেন। এই কর্মশালাটি কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এবং জাতীয় উন্নয়নে তাদের ভূমিকা জোরদার করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ