Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, অপরজন আহত

 


জুবায়ের খান প্রিন্স :

পাবনা সদর উপজেলার খয়েরসুতী পাবনা-সুজানগর সড়কে  বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহাদ আলী (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, খয়েরসুতী এলাকায় সকাল ৮টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়া গেলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৯টা ০০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং ৯টা ২০ মিনিটে তা শেষ করে।

দুর্ঘটনায় গুরুতর আহত আহাদ আলী ঘটনাস্থলেই মারা যান। আহত আরেকজনকেও উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে মোটরসাইকেলটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুখোমুখি সংঘর্ষের কারণেই এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজে নেতৃত্ব দেন পাবনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শফিউল ইসলাম।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ