Header Ads Widget

Responsive Advertisement

সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পাবনায় শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।



বার্তা সংস্থা পিপ (পাবনা) :

আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে সমকাল সুহৃদ সমাবেশ এবং বাংলাদেশ ফিড্রম ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার ৬ সেপ্টেম্বর পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে “বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি” এই শ্লোগানে জেলার ৮টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বনবী হযরত মোহাম্মদ (স:) এর ওফাত ও জন্মদিন ১২ রবিউল আওয়াল উপলক্ষে সকাল ৯টায় পবিত্র কোরআন তেলওয়াত ও পরে জাতিয় সংগীতের মধ্যে দিয়ে প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। 

ঈদে মিলাদুন্নবি উপলক্ষে হযরত মোহাম্মদ (সা.)-এর শৈশব ও কৈশোর জীবন নিয়ে আলোচনা রাখেন, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী  অধ্যাপক ড. মো. মনছুর আলম। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন বিতার্কিক শেখ মুমিত মাহমুদ।

পাবনা স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ। শ্রেষ্ঠ বিতর্কিক নির্বাচিত হন স্কয়ার হাই স্কুল এন্ড কলেজের মুরসালাত আদিয়াত অয়ন। 

সমকালের পাবনা অফিসের স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন টিআইবি পদক প্রাপ্ত সাংবাদিক উৎপল মির্জা । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, প্রবীণ সাংবাদিক রাজিউর রহমান রুমি, পাবনা প্রেসক্লাবের সাবেক কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন লেখক ও নদী গবেষক  এবং সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মনছুর আলম । 

পাবনা জিলা স্কুল, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ পাবনা, ছিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, গোপাল চন্দ্র ইন্সটিটিউশান (জিসিআই) ও আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী এই বির্তক প্রতিযোগিতায় অংশ নেয়। 

পাবনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, ক্রীড়া সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পি, কার্যকরী সদস্য ও বৈশাখী টেলিভিশনের পাবনা প্রতিনিধি মিজানুর রহমান মিজান, একাত্তর টেলিভিশনের পাবনা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, এখন টেলিভিশনের পাবনা প্রতিনিধি মোঃ মাসুদ রানা, দৈনিক স্পষ্টবাদী পত্রিকার বার্তা সম্পাদক শিশির ইসলাম, প্রথম আলো ফটোসাংবাদিক হাসান মাহমুদ ডি, সময় টিভির আসিফ মাহমুদ, সাংবাদিক সোহাগ মল্লিক, আলামিন, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদা আহমেদ, সাংবাদিক আব্দুল মমিন সাগরসহ শতাধিক অভিভাবক সুশীল সমাজের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এর আগে সকালে সমকাল পাবনা অফিসের স্টাফ রিপোর্টার ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় কুমার বীর।

বিচারকের দায়িত্ব পালন করেন পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের ইন্সট্রাক্টর আলী আকবর মিয়া রাজু, সিদ্দিক মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের শিক্ষিকা সুমনা ঘোষ, পাবনার বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী মমতাজ রোজ কলি ও বিশিষ্ট কবি আজিজা পারভীন।

তরুণ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী এবং তাদের মধ্যে যুক্তিবাদী মানস গড়ার লক্ষ্যে সমকালের পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ ধারাবাহিকভাবে আয়োজন করে চলেছে বিজ্ঞান বিষয়ক বিতর্ক উৎসব। গত ১০ বছর সাফল্যের সঙ্গে আয়োজিত ১১তম এই আসর বিজ্ঞান নিয়ে স্কুল পর্যায়ের সবচেয়ে বড় প্রতিযোগিতা।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ