খালেদ আহমেদ :
সারাদেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতে অর্ন্তভূক্তির লক্ষ্যে "আর্থিক মুক্তি বয়সে নয়, জ্ঞানেই হয়" প্রতিপাদ্য নিয়ে আর্থিক মুক্তির পথে আর্থিক সাক্ষরতা কার্যক্রম (তারুণ্যের উৎসব) আর্থিক সাক্ষরতা সপ্তাহ ২০২৫ পালন করলো এনসিসি ব্যাংক পিএলসি, পাবনা শাখা।
বুধবার ১০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা থেকে দেড় ঘন্টাব্যাপী পাবনা শহরের আব্দুল হামিদ রোডে কাশেম প্লাজার ২য় তলায় অবস্থিত ব্যাংকের পাবনা শাখায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উত্তর বঙ্গের রিজিওনাল হেড ওমর শরিফ।
সভাপতিত্ব করেন ব্যাংকের হেড অব ব্রাঞ্চ কামরুজ্জামান কামরুল এবং সঞ্চালনায় ছিলেন শাখার অপারেশন ম্যানেজার মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন অল ইন অল প্লাটফর্মের চিফ এডমিন নাজনীন খান কেয়া। এর আগে পরিচিতি পর্বে সকলে নিজ নিজ প্রতিষ্ঠান এবং ফেইসবুক পেইজ ও নিজের নাম পরিচয় দেন।
এরপর রাজধানীর প্রধান কার্যালয় থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাসটেইনেবল এন্ড ওমেন্স ব্যাংকিং বিভাগের প্রধান নিঘাত মুমতাজ অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহনকারী তরুণ উদ্যোক্তাদের স্বাগত জানান ও ব্যাংকিং কার্যক্রম বিষয়ে উৎসাহিত করেন।
আলোচনা শেষে উদ্যোক্তা নারীদের তৈরি করা বিভিন্ন প্রকার কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ওমর শরিফ।
সেখানে উপস্থিত ছিলেন আজকের জয়িতার চিফ এডমিন নারী উদ্যোক্তা নীপা ইসলাম, সোনিয়াস কিচেনের সত্বাধিকারী সোনিয়া খাতুন, ভোজন বিলাশের এডমিন আরমান আরা করবী, নকশি কুঠিরের চেয়ারম্যান বিউটি খাতুন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ১০ জন শিক্ষার্থী, যারা উদ্যোক্তা হতে আগ্রহী ও উদ্যোক্তা এমন শতাধিক নারী-পুরুষসহ তরুন ও শিক্ষার্থী উদ্যোক্তার উপস্থিতিতে এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শাখার রিলেশনশিপ ম্যানেজার আব্দুল আলিম।
0 Comments