ওয়ান মিনিট টিভি ডেস্ক :
পাবনার শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের সুনামধন্য প্রতিষ্ঠান; কবি ও কবিতার সংগঠন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর আয়োজনে "আনন্দ আড্ডায় শরৎ সন্ধ্যা" অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টায় পাবনা প্রেসক্লাব ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত এই শরৎ সন্ধ্যা দুটি পর্বে বিভক্ত ছিল।
প্রথম পর্বে কবি সাহিত্যকদের স্বাগত জানানো, ফুলেল শুভেচছা ও উত্তরীয় দিয়ে অতিথি বরণ, শুদ্ধ শব্দ আবৃত্তি চর্চা কেন্দ্রের দলীয় পরিবেশনা, স্বরচিত কবিতা পাঠ এবং সহিত্য আলোচনা।
দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মহীয়সী"র সত্ত্বাধিকারী কবি রেহানা সুলতানা শিল্পী'র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা বিশিষ্ট সাংবাদিক প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, কবি ও গবেষক ড. মোহাম্মদ আব্দুর রউফ, কবি ও চিকিৎসক ডা. মাহমুদ ইফতেখার, লেখক ও নদী গবেষক ড. মো. মনছুর আলম, নোঙর সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, কবি অধ্যাপক আব্দুদ দাইয়ান সরকার,
ঈশ্বরদী মহিলা কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান মোছা. শাহিদা খাতুন, কবি ও গল্পকার সৈয়দা কামরুন্নাহার শিল্পী, ঈশ্বরদী নোঙর এর সদস্য বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, মনসুর আলী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মত্ মাইন্যা মতিন কাকলী, চলচ্চিত্রকার ও ছড়াকার দেওয়ান বাদল প্রমুখ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি সাইদা আখতার কল্পনা, কবি কথা হাসনাত, কবি আজিজা পারভীন, কবি সালেহা ইমতিয়াজ, কবি ফারহানা আক্তার , কবি মোহাম্মদ আলী, কবি মো. শফিউল্লাহ, কবি ও বাচিকশিল্পী মনজুরুল ইসলাম, কবি, গোধূলি সেলিম, কবি নন্দিনী আরজু, কবি রোকসানা পারভীনসহ আরো অনেকে।
বাদ মাগরিব শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর উপদেষ্টা সঙ্গীতশিল্পী মো. মাজহারুল ইসলাম, কবি শামীমা সীমা, বিশিষ্ট ফোক শিল্পী রবিরাজ, যাযাবর জিয়া ও মরিয়ম বেলারুশী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের ইন্সট্রাক্টর আলী আকবর মিয়া রাজু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. সিরাজুল ইসলাম, মো. আরিফুল ইসলাম হেলাল, তানপুরা'র প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক জুবায়ের খান প্রিন্স, শিশু সাহিত্যিক নূরুল ইসলাম বাবুল, কবি সাইফুল কামাল, মহীয়সী সাহিত্য পাঠচক্রের অর্থ সম্পাদক ডি এ এস সোহাগসহ পাবনার কবি সাহিত্যিক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিক ও শিশু শিল্পীরা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর সাধারণ সম্পাদক কবি ও সঙ্গীতশিল্পী যাযাবর জিয়া।
0 Comments