ফজলে রাব্বি :
পাবনা পৌরসভার ১২ নং ওয়ার্ডের চকপৈলানপুর (উত্তর পাড়া) কামনা ঠিকাদারের গলি এলাকাটি ঘনবসতি পূর্ন আবাসিক এলাকা। দীর্ঘ দিন যাবৎ চকপৈলানপু এলকায় একটি গ্যাস সিলিন্ডার গোডাউন প্রতিষ্ঠত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চকপৈলানপু এলকা পর্যবেক্ষণে গেলে বিষয়টি নজরে আসে। এ বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আশা এন্টার প্রাইজ, প্রো. মো. শফিকুল ইসলাম এর একটি গ্যাস সিলিন্ডারের গোডাউন এ প্রায় ৩ হাজার থেকে ৫ হাজার গ্যাস ভর্তি সিলিন্ডার মজুদ থাকে। আবাসিক এলাকা হওয়াতে এখানে সিলিন্ডার গ্যাসের গোডাউন রাখা বিপদজনক বলে জানা যায়। আবাসিক এলাকতে ১০ চাকার ট্রাক দিয়ে এই গ্যাস ভর্তি সিলিন্ডার আনা নেওয়া করে হয়। ট্রাক থেকে সিলিন্ডার লোড আনলোড করার সময় শব্দদূষণ হয়, এই শব্দদূষণে এলাকাবাসী রাতে ঘুমের ব্যাঘাত ঘটছে।
সম্প্রতি অনেক এলাকায় সিলিন্ডার গ্যাসের গোডাউন বিষ্ফোরণ হয়ে জন সাধারণের জান-মালের ক্ষতির আশঙ্কা রয়েছে। এলাকার জনসাধরণের মাঝে সব সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আতঙ্ক বিরাজ করে। এলাকাবাসী মোঃ শফিকুল ইসলামকে সিলিন্ডার গ্যাসের গোডাউন নিরাপদ স্থানে স্থানান্তর করতে বললে সে সিলিন্ডার গ্যাসের গোডাউন স্থানান্তর করতে ইচ্ছুক না বলে জানায়। এ বিষয়ে প্রশাসনের কাছে আবেদনও করা হয়েছে। তবে তিনি এগুলোকে কোনো আমলেই নিচ্ছেন না। এ বিষয়ে সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, পাবনা সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাবনা উপপ্রধান বিষ্ফোরক পরিদর্শক, ঢাকাকে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে উক্ত সিলিন্ডার গ্যাসের গোডাউনটি অপসারনণ অথবা স্থানান্তর করা এখন সময়ের দাবি বলে এলাকাসী মনে করেন এবং এবিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
0 Comments