খালেদ আহমেদ :
আসন্ন ৫ ডিসেম্বর রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর যুগপূর্তী উৎসব সফলভাবে উদযাপনের লক্ষ্যে পাবনার সাংস্কৃতিক কর্মীদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব গলি রানা টাওয়ারের তৃখ হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেওয়ান মাজহারুল ইসলাম মুন্নু। প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা পাইওনিয়ার লায়ন্স ক্লাবের সভাপতি ফরিদুল ইসলাম খোকন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুর রহমান শান্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আনামা হাই আল হাদী এবং রিভারাইন পিপল পাবনার সভাপতি ও নদী গবেষক ড. মনছুর আলম।এছাড়াও বক্তব্য দেন, সিএনএফ টিভি’র চেয়ারম্যান খালেদ আহমেদ, কবি ইদ্রিস আলী মধু, দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, উদীচি শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক দীপংকর চক্রবর্তী, মুক্ত দৃষ্টি সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি শফিক আল কামাল, ইক্ষু কর্মকর্তা (অব.) মনিরুল ইসলাম, বাচন শৈলীর সভাপতি সামুন সাব্বির, দালিফ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আলমগীর সম্রাট, সঙ্গীতশিল্পী লিটন গাইন, বাউল শিল্পী রবিরাজ, গণশিল্পী পাবনার কার্যকরী সদস্য বিপ্লব ভৌমিক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সজল, সাংস্কৃতিক সম্পাদক দিপা ইসলাম, কার্যনির্বাহী সদস্য আতিকুর রহমান ও শাহজাহান বিশ্বাস, অর্থ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, সাংবাদিক ও সমাজসেবক শিশির ইসলাম, দৈনিক সিনসা অফিস স্টাফ ফজলে রাব্বি প্রমুখ। সভায় স্বাগত ও সমাপনী বক্তব্য দেন সভাপতি দেওয়ান মাজহারুল ইসলাম মুন্নু। বক্তারা যুগপূর্তী উৎসব আয়োজনের প্রতিবন্ধকতা ও তা সফল করার করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখে সংগঠনের সভাপতি দেওয়ান মাজহারুল ইসলাম মুন্নুর ৫৩তম জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক সম্পাদক দিপা ইসলাম তাঁকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেন।
0 Comments