Header Ads Widget

Responsive Advertisement

রিভারাইন পিপল পাবনার বিশ্ব নদী দিবস উদযাপন



ওয়ান মিনিট টিভি ডেক্স : 

আমাদের নদী, আমাদের জীবন’ এই প্রতিপাদ্যে রিভারাইন পিপল পাবনা বিশ্ব নদী দিবস-২০২৫  উদযাপন করেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় দৈনিক সিনসা কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

সংগঠনের জেলা শাখার সভাপতি বিশিষ্ট নদী গবেষক ড. মো. মনছুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, পাবনা জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি, মাহাতাব রিয়েল স্টেটের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি বলেন, ইছামত নদীই পাবনা শহরকে গড়ে তুলেছে। এই নদী উদ্ধার হলে পাবনা একটি যানজটমুক্ত, পরিবেশসম্মত আধুনিক শহরে পরিণত হবে। এই নদী খনন  নিয়ে যে কোনো প্রকারেের ষড়যন্ত্র আমরা সর্ব শক্তি দিয়ে মোকাবেলা করবো। তবে হ্যাঁ, বাজেট যেহেতু আছে  যারা ক্ষতিপূরণ দাবি করছেন তাদের কাগজ দেখে ক্ষতিপূরণ দিয়ে দিলেই হয়। এতে আমাদের কোনও আপত্তি নাই। আমাদের দাবি ইছামতি তার প্রাণ ফিরে পাক।

তিনি আরো বলেন, ইছামতি নদীসহ পাবনার বিভিন্ন নদী নিয়ে নদীর পরিবেশ ফিরিয়ে আনতে রিভারাইন পিপল কাজ করছে জেনে আমি অত্যন্ত খুশি হয়েছি। ভবিষ্যতে এই সংগঠনের  প্রতি আমার সব ধরনের সহযোগিতা থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক বন কর্মকর্তা রোটারিয়ান মো. আলতাফ হোসেন। তিনি বলেন, দেশের প্রায় সকল নদ-নদী এখন দখল দূষণের কবলে। ফলে বেশির ভাগ নদী মরা ভাগাড়ে পরিণত হয়েছে। রিভারাইন পিপল দীর্ঘ বছর যাবৎ নদীর সুরক্ষায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি এখন আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখছে জেনে ভালো লাগলো।  আমি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পবনার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব এবং কৃষিবিদ ও গবেষক জাফর সাদিক।

বিশ্ব নদী দিবসের ওপর আলোচনা রাখেন, চলচ্চিত্রকার ও ছড়াকার দেওয়ার বাদল, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, অধ্যাপক মোহাম্মদ আলী, হৃদয়ে পবনার সভাপতি আর কে আকাশ, কবি মাসুদ হাসান রনি,  সাংবাদিক আব্দুল খালেক প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  আইনজীবী সহকারী আয়নাল হক, কম্পিউটার প্রোগ্রামার সোহেল রানা,  রাব্বি ইসলাম, শহিদুল ইসলাম, সিয়াম হোসেনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন রিভারাই পিপল পাবনার সাধারণ সম্পাদক এবং দৈনিক সিনসার সম্পাদক এসএম মাহাবুব আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন রিভারাইন পিপল পাবনার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক খালেদ আহমেদ।

উল্লেখ, প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার নদী সুরক্ষায় বিশ্ব নদী দিবস পালিত হয়। দিবসটি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে নদী রক্ষায় সচেতন করা এবং নদীর গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী জনমত তৈরি করা। বিশ্বের ১০০টিরও বেশি দেশ এই দিবসটি একযোগে পালন করছে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ