ওয়ান মিনিট টিভি ডেস্ক :
ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পাবনা সুনামধন্য পত্রিকা দৈনিক সিনসা মাল্টিমিডিয়া জার্নালিজম এর শুভ উদ্বোধন হলো।
এ উপলক্ষে সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত পাবনা প্রেসক্লাব গলি রানা টাওয়ারের ৩য় তলায় পত্রিকার নিজস্ব কার্যালয়ে সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান। তিনি বলেন, “বর্তমান সময়ে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন, ভিডিও ও অডিওভিত্তিক সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। দৈনিক সিনসা মাল্টিমিডিয়া উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করি। পরে তিনি সিনসা মাল্টিমিডিয়ার বুমসহ লোগো উন্মোচন করেন।
দৈনিক সিনসার প্রকাশক ও সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন লেখক ও নদী গবেষক ড. মো. মনছুর আলম। তিনি বলেন, সিনসা মাল্টিমিডিয়া চালুর মধ্য দিয়ে পত্রিকাটি আরো একধাপ এগিয়ে গেলো। এরমধ্যে দিয়ে সংবাদ পরিবেশনের গুণগত মান বৃদ্ধি পাবে এবং পাঠক-দর্শকরা সংবাদকে আরও জীবন্তভাবে উপভোগ করতে পারবেন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সিনসা মাল্টিমিডিয়ার পরিচালক ফয়সাল হক সুজা এবং নিউজ এন্ড অপারেশনস শফিক আল কামাল।
সভায় ভোরের দর্পনের পাবনা জেলা প্রতিনিধি হুমায়ুন রাশেদ, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার রাজিব জোয়ার্দ্দার, দৈনিক প্রতিদিনের কাগজের আরিফ খান জয়, এশিয়ান টিভির শফিক ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি পিকেএম আব্দুল বারি, সাংবাদিক শিশির ইসলাম, আনন্দ টিভির সেলিম মোর্শেদ রানা, দৈনিক জনবাণীর আলাল উদ্দিন অর্ণবসহ অফিস স্টাফ ফজলে রাব্বি ও সিয়াম হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দৈনিক সিনসার বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদ।
0 Comments