জুবায়ের খান প্রিন্স :
পাবনা শহরের ইন্দিরা মোড়ের জনপ্রিয় কনফেকশনারির কারখানা কফিল উদ্দিন এন্ড আহমেদ কোম্পানি কে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট-কেক প্রস্তুত এবং অগ্রিম ডেট আগে বসিয়ে পণ্য বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার ৬ সেপ্টেম্বর দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযানকে সহায়তা করে।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন, এ অভিযান, জরিমানা ও সংবাদ প্রচারের মাধ্যমে সবাইকে সতর্ক করা হচ্ছে। নিজেরা সংশোধন না হলে আমরা আরও বড় অংকের জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করতে বাধ্য হবো।
এ ধরনের অভিযানে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
0 Comments