Header Ads Widget

Responsive Advertisement

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. হোসনে আরা বেগম

 


এ কে খান :

​টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি-বেসরকারি সকল সংস্থার সম্মিলিত প্রচেষ্টা এবং সাধারণ মানুষের অংশ গ্রহণ অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। তিনি বলেন, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, বরং পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমেই একটি স্থিতিশীল ও টেকসই সমাজ গঠন সম্ভব।

​গত বৃহস্পতিবার বগুড়ার ঠেঙ্গামারাস্থ টিএমএসএসের গ্র্যান্ড সেক্টরের পিএইচই এন্ড এসপি ডোমেইনের উদ্যোগে আয়োজিত "টেকসই উন্নয়ন শীর্ষক কর্মশালা" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর হোসনে আরা বেগম বলেন, দারিদ্র্য দূরীকরণ, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং লিঙ্গ সমতা অর্জনের মতো বিষয়গুলো টেকসই উন্নয়নের মূল ভিত্তি। টিএমএসএস প্রতিষ্ঠালগ্ন থেকেই এই লক্ষ্যগুলো অর্জনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রতিটি উন্নয়ন কার্যক্রমকে পরিবেশ বান্ধব এবং সমাজের সকল স্তরের মানুষের কল্যাণে নিবেদিত করতে হবে। টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান ও কর্মশালায় অংশ গ্রহণকারী টিএমএসএসের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ টেকসই উন্নয়ন বিষয়ক বিভিন্ন মডেল এবং তাদের বর্তমান কার্যক্রম নিয়ে নিজেদের ভাবনা ও প্রস্তাবনা তুলে ধরেন। তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং নারী ক্ষমতায়ন হলো টেকসই উন্নয়নের পথে বড় পদক্ষেপ। অনুষ্ঠানে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন, টিএমএসএসের সেক্টর প্রধান উপনিবাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান। তিনি কর্মশালার মূল উদ্দেশ্য এবং টিএমএসএস'র পক্ষ থেকে টেকসই উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। কর্মশালায় বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই উন্নয়নের চ্যালেঞ্জগুলো নিয়েও আলোচনা করেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি, নগরায়ন, এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিয়ে গভীর আলোচনা হয়। তারা বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে টেকসই উন্নয়নের বিষয়টিকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে।

​বক্তারা আরও বলেন, এই কর্মশালাটি শুধু আলোচনা নয়, বরং টিএমএসএস-এর সকল কর্মীকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আরও অনুপ্রাণিত করবে। তারা আশাবাদ ব্যক্ত করেন ,টিএমএসএস'র প্রতিটি প্রকল্পই ভবিষ্যতে টেকসই উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। কর্মশালা শেষে অংশ গ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় টিএমএসএসের বিভিন্ন প্রকল্প কর্মকর্তা, উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ