ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদ পাবনার উদ্যোগে অসচ্ছল দুইজন নারীর কর্মসংস্থানের লক্ষ্যে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পাবনা সদর হাসপাতাল রোডে সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. ইফতেখার মাহমুদের নিজ বাড়ি পারিজাত ডায়াগনষ্টিক সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুজানগর এলাকার গৃহীনি মৌসুমি খাতুন ও একদন্ত এলাকার শিক্ষার্থী চায়না খাতুন নামের দুইজন কাজ জানা নারীকে এ মেশিন বিতরণ করা হয়। শেষে উপকারভোগী মৌসুমি ও চায়না তাদের অনুভূতি ব্যক্ত করেন।
মৌসুমি খাতুন বলেন, আমি এখনও ছাত্রী। কাজ শিখেছি, মেশিনের অভাবে কিছু করতে পারছিনা। আমি এটার দ্বারা অন্যান্য অসচ্ছল নারীদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করবো।
একদন্ত এলাকার চায়না খাতুন বলেন, আমি কাজ জানি অভাবের কারণেই নিজেকে প্রমান করতে পারিনি। এখন আমি এটা পেয়ে খুব উপকৃত হলাম। ইফতেখার স্যার সুস্থ ও বেঁচে থাকুক যাতে এভাবেই সকলের উপকার করতে পারেন।
এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা হয়৷ আলোচনা সভায় অধ্যাপক ডা. ইফতেখার মাহমূদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির।
রোটারি ক্লাব অব রূপকথার পাস্ট প্রেসিডেন্ট খায়রুজ্জামান আহমেদ অরুন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক সিনসা'র সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম, রোটারি ক্লাব অব রূপকথার প্রেসিডেন্ট আশরাফুল হোসেন খান মিলন, পাস্ট প্রেসিডেন্ট কেএম ফয়সাল মুর্শেদ টিটু, সন্ধানী ডোনার ক্লাবের সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আসাদুজ্জামান খোকন, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি রইস উদ্দিন, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, বেলা নেটওয়ার্ক সদস্য শফিক আল কামাল, রোটার্যাক্ট ক্লাব অব রূপকথার প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন সোহেল, ডেফোডিলের পরিচালক হামিদুল ইসলাম, সাব্বির হোসেন রিপন, আব্দুল মজিদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে নিজ নিবাসের ২য় তলায় কেক কেটে ডা. ইফতেখার মাহমুদ এর শুভ জন্মদিন উদযাপন করা হয়।
0 Comments