Header Ads Widget

Responsive Advertisement

সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে মোহাম্মদ শফিকুল ইসলামের যোগদান



ওয়ান মিনিট টিভি ডেক্স :

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার নারী উচ্চ শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজে নতুন  অধ্যক্ষ হিসেবে মোহাম্মদ শফিকুল ইসলাম ৪ সেপ্টেম্বর  ২০২৫ খ্রি. বৃহস্পতিবার যোগদান করেছেন। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিক, শিক্ষাবিদ, অধ্যক্ষ মুহা. আব্দুল মালেক তাঁর এই যোগদান পত্র গ্রহণ করেন। এ সময় কলেজের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন এবং তাদের নতুন অধ্যক্ষ মহোদয়কে ফুলেল শুভেচছা জানান। নিজের অনুভূতি ব্যক্ত করে নবাগত অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজ আপনার, আমার, এমনকি সকল সাঁথিয়াবাসীর সম্পদ। কলেজটিকে আসুন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ রেখে নারী উচ্চ শিক্ষার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করি। কলেজে শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রেখে এবং আধুনিক যুগোপযোগী, সৃজনশীল মেধা ও মনন বিকাশে একযোগে কাজ করি এবং দেশকে সুনাগরিক উপহার দেই।  

উল্লেখ্য, মোহাম্মদ শফিকুল ইসলাম সাঁথিয়া দৌলতপুর ইমাম হোসেন একাডেমির প্রধান শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। ১৬ সেপ্টেম্বর ১৯৯৩ সালে তিনি শহিদ সোহরাওয়ার্দী কলেজ খুলনাতে ইসলাম শিক্ষা বিষয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। ০১ অক্টোবর ২০০২ সালে তিনি সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ১৭ মার্চ ২০০৫ সালে তিনি উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পান।  ৩১ ডিসেম্বর ২০২১ সালে সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুহা. আব্দুল মালেক অবসর গ্রহণ করলে ০১ জানুয়ারি ২০২২  খ্রি. থেকে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অবশেষে গত ৩০ অক্টোবর ২০২৫ খ্রি. কলেজ কর্তৃক গঠনকৃত নিয়োগ বোর্ডের সুপারিশ প্রাপ্ত হয়ে ৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে তিনি অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ