Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় আজকের দর্পণের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 


জুবায়ের খান প্রিন্স : 

দেশের বহুল প্রচারিত দৈনিক "আজকের দর্পণ"-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পাবনায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাব অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রাখা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কবি ছিফাত রহমান সনম, প্রবীণ সাংবাদিক জি কে সাদি ও সাংবাদিক ফোরামের আহ্বায়ক হাসান আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক "আজকের দর্পণ"-এর জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স এবং সঞ্চালনা করেন দৈনিক "স্পষ্টবাদী"-এর সহযোগী সম্পাদক শিশির ইসলাম।

আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য ডেইলি স্টার স্টাফ রিপোর্টার আহমেদ হুমায়ুন কবীর তপু, সুশান্ত কুমার সরকার, ক্রিড়া সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পি, বিজনেস মিররের জেলা প্রতিনিধি ও নদী গবেষক ড. মনসুর আলম, আনন্দ টিভি প্রতিনিধি নবী নেওয়াজ, সেলিম মোর্শেদ রানা, চ্যানেল এস প্রতিনিধি হুমায়ুন রাশেদ, এখন টিভি জেলা প্রতিনিধি মাসুদ রানা, এনটিভি অনলাইন প্রতিনিধি পলাশ হোসেন, দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মুন্না, সিএনএফ টিভির সাংবাদিক খালেদ আহমেদ, সাংবাদিক ফোরামের সদস্য সচিব আলাউদ্দিন বিন কাশেম, তমাল তরু, এশিয়ান টিভি প্রতিনিধি শফিক ইসলাম, দৈনিক পাবনার আলোর স্টাফ রিপোর্টার সিয়াম হোসেন, নববানী জেলা প্রতিনিধি ফজলুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও স্বেচ্ছাসেবক মীম ফয়সাল, স্বেচ্ছাসেবক হাবিবুল বাশার জীবন, আসিফ, পদ্মা ক্লাবের সভাপতি এ কে মামুন প্রমুখ।

এছাড়া স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিক, লেখক,  গবেষক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১১ বছরে আজকের দর্পণ পাঠকপ্রিয় একটি সংবাদপত্রে পরিণত হয়েছে। সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও জনদুর্ভোগ তুলে ধরতে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে এ আস্থা ধরে রাখবে।

আলোচনায় বক্তারা সাংবাদিক জুবায়ের খান প্রিন্সের নিষ্ঠা, সততা ও তৃণমূল থেকে সংবাদ সংগ্রহের আন্তরিকতারও প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে কুশল বিনিময় ও পত্রিকার সফলতা কামনায় দোয়া করা হয়।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ