Header Ads Widget

Responsive Advertisement

বগুড়ায় গাক আয়োজিত পরিবেশ বান্ধব কৃষি' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত



এ কে খান :

​দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন একটি গুরুত্বপূর্ণ কর্মশালা ৭ সেপ্টেম্বর বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি) বাংলাদেশ-এর অর্থায়ন ও কারিগরি সহায়তায় 'পরিবেশ বান্ধব কৃষি ও এর ব্যবসায়িক গুরুত্ব' শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

​শাজাহানপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যাদের প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। কর্মশালার উদ্বোধন ও স্বাগত বক্তব্য দেন গাক-এর সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলম।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান। তিনি তাঁর বক্তব্যে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং করণীয় সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশ বান্ধব কৃষির কোনো বিকল্প নেই। কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের টেকসই বাজার নিশ্চিত করতে হলে এই ধরনের কৃষি পদ্ধতির বিস্তার জরুরি। তিনি আরও বলেন, এই প্রকল্পটি শুধু ফসল উৎপাদনেই সীমাবদ্ধ থাকবে না, বরং উৎপাদিত পণ্যের সঠিক বাজারজাত করণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতেও কার্যকর ভূমিকা রাখবে। প্রধান অতিথি মোঃ তাইফুর রহমান এমসিসি বাংলাদেশকে সময়োপযোগী এ প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তা দেওয়ার জন্য ধন্যবাদ জানান। একই সাথে তিনি গাক কর্তৃক বাস্তবায়নাধীন এই প্রকল্পে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, স্থানীয় কৃষক-কৃষাণীর সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে প্রকল্পটি সফল হবে। কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও সার্বিক কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন এমসিসি বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মোঃ জাহাংগীর আলম এবং গাক-এর সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের ব্যবস্থাপক মোঃ শাহ আলম।

​কর্মশালায় প্রকল্পের সকল কর্মকর্তা, শাজাহানপুর উপজেলার কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগটি কৃষি অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ