Header Ads Widget

Responsive Advertisement

ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত





খালেদ আহমেদ :

পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির আয়োজনে প্রখ্যাত শ্রমিক নেতা ও বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস এর আশু রোগমুক্তি কামনা এবং পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল হামিদ জিন্নাহ্, সমিতির সাবেক প্রধান উপদেষ্টা মরহুম সাহাবুদ্দিন মল্লিক নান্নু, সাবেক সভাপতি মরহুম আমিনুল ইসলাম তিনু এবং পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মরহুম আমিরুল ইসলাম ইসহাক এর আত্মার মাগফেরাত কামনায় এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৯ সেপ্টম্বর বেলা সাড়ে ৩ টায় ঈশ্বরদী আলহাজ্ব মোড়ে সমিতির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির। তিনি বলেন, আজকের এই স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত হতে পেরে আমি গর্বিত। আমরা আমাদের প্রিয় নেতা মরহুম আব্দুল হামিদ জিন্নাহ্, মরহুম সাহাবুদ্দিন মল্লিক নান্নু, মরহুম আমিনুল ইসলাম তিনু এবং মরহুম আমিরুল ইসলাম ইসহাকের আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সাথে আমরা এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস এরও আশু রোগমুক্তি কামনা করছি। পরিবহন খাত দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখে। জাতীয় বাজেটের ৭ লক্ষ কোটি টাকার মধ্যে একা পরিবহন খাত থেকেই প্রায় ১ লক্ষ কোটি টাকা রাজস্ব হিসেবে জমা হয়। অথচ আমরা সবসময় অবহেলিত থাকি, আমাদের কথা কেউ শোনে না। মালিক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা পরিবহন খাতের সমস্যা সমাধান করতে পারবো এবং সামনে জাতীয় সংসদ নির্বাচনে শিমুল বিশ্বাসকে বিজয়ী করে পরিবহন খাতের অধিকার আদায়ের সংগ্রামকে আরও শক্তিশালী করবো।

পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হুমায়ন কবীর দুলাল সরদার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খাঁন, জেলা ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি রইস উদ্দিন, পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারেক, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, পাবনা জেলা মোটর মালিক গ্রুপের যুগ্ন সাধারণ সম্পাদক আলম শেখ, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ এবং ঈশ্বরদী উপজেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির সহ সভাপতি আরব আলী ফকির।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঈশ্বরদী উপজেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি ভাষা প্রামানিক ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খাঁন।

আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, সাবেক সভাপতি এসএম রাজা, দৈনিক স্পষ্টবাদীর স্টাফ রিপোর্টার আব্দুস সালাম, জেলা ট্রাক মালিক গ্রুপের সদস্য এসএম রিসন রাজিব ও আফরোজ আলম মুন্না, পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আমজাদ হোসেন, প্রচার সম্পাদক সেলিম মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সামিউদ্দিন মল্লিক, পাবনা জেলা অটো রাইস মিলস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ, সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন মল্লিক, ট্রাক চালক ইউনিয়নের সিনিয়র লাইন সেক্রেটারি শাহীন শেখ, লাইন সেক্রেটারি রবিউল ইসলাম বাবলু, কার্যকরী সদস্য শামীম হোসেনসহ শতাধিক নেতা কর্মী।

অনুষ্ঠান শুরুর পর অতিথিদের আসন গ্রহনের পর পরিচিতি পর্ব পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি হুমায়ন কবীর দুলাল। এসময় পাবনা ও ঈশ্বরদী পরিবহন খাতের মালিক ও শ্রমিক সকল নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেন স্ব স্ব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয়।

সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা জাতীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক ছবি মন্ডল।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন হুজাইফা অর্গানিক সপের সত্বাধিকারী হাফেজ মাওলানা আবু সাঈদ।



Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ