ওয়ান মিনিট টিভি ডেস্ক :
সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধার স্ট্রিক দিয়ে স্বাগত জানান কলেজের শিক্ষকগণ। পরে ক্লাস উদ্বোধন করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক, রাজনীতিক মুহাম্মদ আব্দুল মালেক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের পদচারণায় সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজ আজ মুখরিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমারা সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রণিতে ভর্তি হয়েছো বলে কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। একাদশ/দ্বাদশ শ্রেণিতে খুব কম সময় পাবে এবং এটা খুবই মূল্যবান সময়। এই সময়টা জীবনের লক্ষ্য পৌঁছাতে, টার্গেট নির্ধারণের সময়। অতএব তোমারা যদি এই সময়ের সঠিক ব্যবহার করো, নিয়মিত ক্লাস করো তাহলে অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, এক সময় নারী শিক্ষায় অনেক সামাজিক বাধা ছিল; বিশেষ করে নারী উচ্চ শিক্ষায় নানা চড়াই-উতরাই পেরিয়ে শিক্ষিত হতে হতো। এখন নারীরা সামাজিক, রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা পেয়ে উচ্চ শিক্ষিত হচ্ছে। সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজ নারী উচ্চ শিক্ষার একটি আদার্শ প্রতিষ্ঠান। এখান থেকে শিক্ষা গ্রহণ করে দেশ সেবায় অংশগ্রহণ করবে তোমাদের কাছে আমার এই প্রত্যাশা।।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পরিষদের বিদুৎসাহী সদস্য আলহাজ্ব মো. জালাল উদ্দিন।
শিক্ষকগণের মধ্যে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাজাল উদ্দিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শহিদুল্লাহ সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলাম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মনছুর আলম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. লোকমান হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাসিনা নুসরাত কেয়া প্রমুখ।
ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থী অনীকা ইসলাম, দ্বাদশ শ্রেণির জিয়াসমিন আরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানজিদা নাহার। অনুষ্ঠানে সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন। সহযোগিতায় ছিলেন, কলেজের সকল শিক্ষক-কর্মচারীগণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের একাদশ, দ্বাদশ, বিএ/বিএসএস, বিএম শাখার প্রায় ৩০০ শতাধিক শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
0 Comments