এ কে খান :
পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস শহরের চাপা বিবি ওয়াকফ এস্টেট মসজিদ কমপ্লেক্সের আবাসিক কোরানিয়া মাদ্রাসার উন্নয়নে পাঁচ লাখ টাকা অনুদান ঘোষণা করেছেন। তিনি পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, মাহাতাব রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান।
গত ৩০ আগস্ট শনিবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অনুদান ঘোষণা দেন। মাদ্রাসাটির সার্বিক উন্নতি কল্পে আয়োজিত এই সভায় মাহাতাব বিশ্বাস সমাজের বিত্তবানদের প্রতি ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তর ও চ্যানেল আইয়ের সাংবাদিক আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. রতন। আবাসিক কোরানিয়া মাদ্রাসার পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন মো. রাজু আহমেদ। মাহাতাব বিশ্বাস তার বক্তব্যে বলেন, তিনি তার সামর্থ্য অনুযায়ী এই দান করছেন, যা কেবল আল্লাহর সন্তুষ্টি ও মানুষের দোয়া লাভের উদ্দেশ্যে। তার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। তিনি আশা করেন, প্রত্যেক সামর্থ্যবান মানুষই যেন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং অসহায়দের পাশে সাধ্যমতো দাঁড়ান। অনুদান ঘোষণার পর মাদ্রাসা কমিটির সদস্যরা তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, পাবনা প্রেসক্লাবের সাংবাদিক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের উপদেষ্টা মো. আব্দুল খালেক খান পিভিএম, হাফেজ শিক্ষক, মোতাওয়াল্লি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে সবার মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস জানান, তিনি ভবিষ্যতে এই মাদ্রাসাসহ অন্যান্য জনকল্যাণমূলক কাজে তার সহযোগিতা অব্যাহত রাখবেন। তিনি নিজের এবং পরিবারের সদস্যদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
0 Comments