এ কে খান :
সোনালী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওকত আলী খান দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর বগুড়ার বনানী গাক টাওয়ারের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল গাক'র চলমান নানা উন্নয়ন মূলক কার্যক্রম ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের অবদান সম্পর্কে মাঠ পযায়ের কার্যক্রমের অভিজ্ঞতা লাভ করা।
ব্যবস্থাপনা পরিচালক ২৮ সেপ্টেম্বর রবিবার বগুড়ায় গাক'র প্রধান কার্যালয়ে পৌঁছালে সংস্থার সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম সংস্থার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। পরিদর্শনকালে, মোঃ শওকত আলী খান গাক'র সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভায় মিলিত হন।এই সভায়, গাক'র বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে ক্ষুদ্রঋণ, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতে তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওকত আলী খান গাক'র বহুমুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি গাক এবং সোনালী ব্যাংকের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন, যা দেশের আর্থিক খাতকে শক্তিশালী করতে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে। তিনি উল্লেখ করেন, গ্রামীণ অর্থনীতি কে চাঙ্গা করতে ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এমন অংশীদারত্ব অপরিহার্য। এ সময় তার সঙ্গে ছিলেন সোনালী ব্যাংক পিএলসি'র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু সাইদ এবং বিভাগীয় মহাব্যবস্থাপক প্রমূখ। এ সময় গাক সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক (অভ্যন্তরীণ নিরীক্ষা) মোঃ আবু রায়হান মিঞা, পরিচালক (এমএমএপি) মোঃ হুমায়ুন খালেদ, পরিচালক (আইসিটি এন্ড আরএম) মোঃ রায়হানুস সাআদাত, যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব) খোরশেদ আলম ও সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার প্রমুখ। সোনালী ব্যাংক পিএলসি এবং গাক'র মধ্যে এই ধরনের উচ্চ পর্যায়ের পরিদর্শন ও আলোচনা ভবিষ্যতে গ্রামীণ জনগোষ্ঠীকে আর্থিক সেবা দেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। উভয় প্রতিষ্ঠানের সহযোগিতা দেশের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0 Comments