ওয়ান মিনিট টিভি ডেস্ক :
পাবনা চর্যাগৃহ সাহিত্য সংসদের আয়োজনে 'গান এবং গানের বিষয় ও প্রকরণ' বিষয়ে এক তাত্ত্বিক আলোচনা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারে ডা. মোখলেস মুকুলের চেম্বারে এই আনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি কবি কথাসাহিত্যিক ডা. মোখলেস মুকুলের সঞ্চালনায় এই পর্বে মুখ্য আলোচক ছিলেন কবি গীতিকার এনামুল হক চৌধুরী টগর এবং কবি গীতিকার এম আব্দুল হালীম বাচ্চু।
এছাড়াও বক্তব্য দেন অধ্যাপক আব্দুদ দাইয়ান সরকার লেখক ও নদী গবেষক ড. মো. মনছুর আলম, অধ্যাপক জামাল উদ্দিন, কবি ও বাচিক শিল্পী মনজুরুল ইসলাম, কবি ইদ্রিস আলী মধু, কবি ও দৈনিক স্পষ্টবাদী পত্রিকার সহযোগী সম্পাদক শিশির ইসলাম, কবি নূরুল ইসলাম বাবুল, মাসিক দীপালয় এর সম্পাদক হাসিবুল ইসলাম রিপন, কবি আসাদুজ্জামান মামুন প্রমুখ।
0 Comments