Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় ছাত্রদলের তিন শতাধিক পদপ্রত্যাশীর সাক্ষাৎকার অনুষ্ঠিত


জুবায়ের খান প্রিন্স :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কমিটি গঠনের লক্ষ্যে তিন শতাধিক পদপ্রত্যাশীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেলা বিএনপির কার্যালয়ে এ সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রাজিব আহমেদ, মোকছেদুর মোমিন মিথুন এবং পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স।

সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম তরুন, রেজওয়ান হোসেন হৃদয়, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে “টিম-১২ (পাবনা-কুষ্টিয়া-মেহেরপুর)” এর নেতৃত্বে জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কমিটি গঠনের লক্ষ্যে এই সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ