ওয়ান মিনিট টিভি ডেস্ক :
কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সেমিনার কক্ষে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া তাসনিম। তিনি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আলোচনা করেন। তিনি ভোক্তা কাকে বলে, একজন ভোক্তাকে চিহ্নিত করার উপায় এবং ভোক্তা অধিকার লঙ্ঘিত হলে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে উত্তর দিয়ে নিজেদের জ্ঞান ও মেধার পরিচয় তুলে ধরেন। এ সময় তিনি শিক্ষার্থীদের আরও সচেতন ও দায়িত্বশীল ভোক্তা হয়ে উঠতে উৎসাহিত করেন।
সভাপতির বক্তব্য দেন পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন ক্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম, সংগঠনের সহ সভাপতি রুহুল আমিন বিশ্বাস রানা, রোভার স্কাউট পাবনা জেলার সম্পাদক ও পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ননটেক বিভাগের বিভাগীয় প্রধান আলী আকবর মিঞা রাজু, প্রতিষ্ঠানের জব প্লেসমেন্ট অফিসার রেজাউল করিম, ক্যাব পাবনার যুগ্ন সাধারণ সম্পাদক শফিক আল কামাল এবং সদস্য ও সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ।
উপস্থিত ছিলেন দৈনিক পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন, দৈনিক স্বাধীন মতে'র পাবনা জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম তমাল ও শতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন একাদশ শ্রেণীর মেশিনারি বিভাগের মো. আল আমিন।
উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ক্যাব বাংলাদেশে ভোক্তা আন্দোলনের পথিকৃৎ সংগঠন, যা দীর্ঘদিন ধরে ন্যায্য বাজার ব্যবস্থা, ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য ও ভোক্তাদের সচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে। পাবনা জেলা শাখার সাপ্তাহিক এই আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ।
0 Comments