সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক শান্ত নির্বাচিত
ওয়ান মিনিট টিভি ডেস্ক:
রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনা জেলা শিল্পকলা একাডেমির হল রুমে বসুন্ধরা শুভসংঘ পাবনা জেলা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আকবর মিঞা রাজু।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর কচিকাঁচাদের নৃত্যের তালে সংগঠনের থিম সং পরিবেশিত হয়।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক জেলা সভাপতি কামরুন্নাহার লুনা। এরপর জেলা ও সদর উপজেলা শাখার ভার্চুয়াল পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে মাহবুবুল আলম ফারুক সভাপতি এবং শফিকুর রহমান শান্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
“বসুন্ধরা শুভসংঘ – শুভ কাজে সবার পাশে” প্রতিপাদ্য ও “আমরাই গড়ব সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে দুর্বার গতিতে এগিয়ে চলছে সামাজিক সেবামূলক এই সংগঠনটি।
প্রথমে উপদেষ্টা পরিষদের সদস্যদের মঞ্চে আমন্ত্রণ জানানো হয় এবং পরে জেলা কমিটির সকল সদস্যদের উত্তোরীয় পরিয়ে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপার বাংলা-ওপার বাংলার প্রখ্যাত কথাসাহিত্যিক, দৈনিক কালের কণ্ঠের সাবেক সম্পাদক ইমদাদুল হক মিলন। তিনি সুগঠিত বক্তব্যের মাধ্যমে শুভসংঘের লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে তরুণদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বক্তব্য দেন শহীদ সরকারি বুলবুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাহেজ উদ্দিন।
এরপর দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের শিল্পীরা নৃত্য, গান, অভিনয়সহ নানা পরিবেশনা উপস্থাপন করেন। প্রধান অতিথির লেখা “তখন ছিলাম আমি” গ্রন্থটি উপস্থিত অতিথিদের উপহার দেওয়া হয়।
আরো উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ পাবনা জেলার উপদেষ্টা অধ্যাপক নুরুল আলম, নদী গবেষক ড. মনছুর আলম, এবিএস ফাউন্ডেশনের সভাপতি রোটারিয়ান আলতাফ হোসেন, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক আমার দেশ পাঠক মেলা পাবনার সভাপতি আবুল কালাম আজাদ, মহীয়সী সাহিত্য পাঠচক্রের সভাপতি রেহানা সুলতানা শিল্পী ও সহ-সাধারণ সম্পাদক শামীমা সিমা, উত্তরণ পাবনার সভাপতি আলমগীর কবীর হৃদয়, সাহিত্য সম্পাদক নীলিমা নীল ও সহ-সাহিত্য সম্পাদক সোনিয়া খাতুন, উপদেষ্টা আসাদুজ্জামান খোকন, সুরঙ্গন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বাবলা ওয়াজেদসহ অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সুচিত্রা পূজা।
0 Comments