এ কে খান :
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর মাননীয় নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন সম্প্রতি দিনাজপুর সফরকালে গাক চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন।
তিনি গাক চক্ষু হাসপাতালে পৌছালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে স্বাগতম জানান। পরে তিনি হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করেন। মতবিনিময়ে তিনি নানা বিষয়ে দিক নির্দেশনা দেন। এ সময় তার সাথপ ছিলেন গাক-এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। পরিদর্শনকালে ড. খন্দকার আলমগীর হোসেন হাসপাতালের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন এবং সেবার মান উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বিশেষ ভাবে সাধারণ মানুষের জন্য স্বল্প মূল্যে মানসম্মত চোখের সেবা নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি বলেন, গাক-এর মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং গাক চক্ষু হাসপাতাল সেই লক্ষ্য পূরণে নিরলস কাজ করে যাচ্ছে। ড. মাহবুব আলম বলেন, দিনাজপুর ও তার পার্শ্ববর্তী জেলাগুলোর মানুষের চোখের যত্নে এই হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিদিন অসংখ্য রোগী এখানে আসে এবং উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরে। হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা নির্বাহী পরিচালককে জানান, তারা সব সময় রোগীদের সর্বোত্তম সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। তারা আরও জানান, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করে এখানে চোখের সব ধরনের রোগের চিকিৎসা করা হয়, যার মধ্যে রয়েছে ছানি অপারেশন, গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং অন্যান্য জটিল চোখের রোগ।
গাক চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলের মানুষের জন্য চোখের চিকিৎসায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। এই হাসপাতালের উন্নত সেবা ও কম খরচে চিকিৎসা দেওয়ার কারণে এটি সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ড. খন্দকার আলমগীর হোসেনের এই সফর হাসপাতালের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে আরও ভালো সেবা প্রদানের জন্য উৎসাহিত করেছে।
0 Comments