পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান ও বিশেষ অতিথি
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল সচিব ও কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ফাহিমুল ইসলাম। বিএনসিসি ও রোভার স্কাউট যৌথভাবে তাকে গার্ড অব অনার প্রদান করে।
বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল মিয়া।
আরও বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং প্রধান অতিথির সহধর্মিণী ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক ও এডওয়ার্ডিয়ান ডা. তাহমিনা হোসেন।
আনুষ্ঠানিকতা
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও শহীদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক, ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক নুরুল আলম।
নবীন শিক্ষার্থীদের ফুল ও ফোল্ডার দিয়ে বরণ করা হয়। এ সময় মঞ্চে ফুল গ্রহণ করেন মুনতাসিন ফারহান ও শাহরিন দেওয়ান মিহিতা।
শিক্ষার্থীদের বক্তব্য
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা বিভাগের সানজিদিল ইসলাম, মানবিক বিভাগের তাসনিয়া রহমান মাহি ও বিজ্ঞান বিভাগের তাসনিম তাহমিনা।
এছাড়া কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থী, ২০২৪ সালে বুয়েটে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে ভর্তি পরীক্ষায় ৩য় স্থান অধিকারী সুদীপ্ত পোদ্দার এবং ২০২০ সালে ঢাকা মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মিশরী মুনমুনও বক্তব্য দেন।
সম্মাননা ও উপস্থিতি
জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামকে সম্মাননা স্মারক তুলে দেন ইংরেজি বিভাগের অধ্যাপক জালাল উদ্দিন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং সভাপতিকে স্মারক প্রদান করেন ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক শাহদাৎ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আশরাফ আলী, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, কলেজের সকল বিভাগের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, অভিভাবক ও হাজারো শিক্ষার্থী।
অন্যান্য আয়োজন
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাইশা ইসলাম, গীতা পাঠ করেন জয়ীতা দাস। নতুন শশিক্ষার্থীদের জন্য দোয়া পরিচালনা করেন আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম।
দ্বিতীয় পর্বে কলেজ সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক আসমাউল হুসনা ও অর্থনীতি বিভাগের প্রভাষক অঞ্জন কুমার সেন।
0 Comments