Header Ads Widget

Responsive Advertisement

শিক্ষার্থীদের নিয়ে ক্যাব পাবনার মতবিনিময় সভা অনুষ্ঠিত

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক :

কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) দুপুর ১২টায় হাজী আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসার মাহী মুক্তার অডিটোরিয়ামে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার প্রনয় কুমার বীর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহীন আলম। 

সভাপতিত্ব করেন ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলম।

আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক শফিক আল কামাল, মহিলা বিষয়ক সম্পাদক কবি আজিজা পারভীন এবং সদস্য খালেদ আহমেদ।

আলোচনা শেষে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি শিক্ষার্থীদের হাতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে জানুন” শীর্ষক একটি লিফলেট তুলে দেন এবং তা থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করেন।

প্রতিযোগিতা প্রথম হন ৫ম শ্রেণির  আদিবা নুজহাত আরশি, দ্বিতীয় হন ৭ম শ্রেণির  সাদিয়া আক্তার দোলা এবং তৃতীয় স্থান অর্জন করে ১০ম শ্রেণির জান্নাতুল মাওয়া রাওয়া।পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধক্ষ মাওলানা লুৎফর রহমান আল ফারুকী, ক্যাব সদস্য মহিমা বিশ্বাস মাহী, পাবনা পৌর সংরক্ষিত ৪/৫ ও ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারা রহমান আনু, মাদ্রাসার সকল শিক্ষক ও ২ শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জাছিয়া জান্নাত।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ