হৃদয় হোসেন নিরব :
পাবনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারারস এসোসিয়েশনের অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শহীদ চত্বর থেকে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হুসাইনের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
পরে সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। নবগঠিত কমিটির পরিচিতি পর্ব, অতিথি ও নেতৃবৃন্দকে শুভেচ্ছা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান অনুষ্ঠানের আমেজকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। তিনি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন— "ওষুধ শিল্প একটি মানবিক ক্ষেত্র। রাতারাতি লাভের আশায় ভেজাল বা ক্ষতিকর উপাদান ব্যবহার করলে মানুষের জীবন হুমকির মুখে পড়ে। ভালো ওষুধ মানেই আস্থা। তাই মানসম্পন্ন ওষুধ উৎপাদনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।"
স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক, ইমপেল ল্যাবরেটরিজের স্বত্বাধিকারী মুহাম্মদ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী পাবনা জেলার নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হুসাইন, শহীদ মতিউর রহমান নিজামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম, ঔষধ প্রশাসন অধিদপ্তর ঢাকা ইউনানি বিশেষজ্ঞ ড. আমিনুল বারি, পাবনা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা আমিন উদ্দিন কানন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি,
বিএসটিআইয়ের সহকারী পরিচালক এবং সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাদল।
এছাড়াও বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি একেএল ল্যাবরেটরিজের স্বত্বাধিকারী আলহাজ্ব রাশেদুজ্জামান রাশেদ, পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ইমরুল হাসান রন্টি, এমএস ল্যাবরেটরিজের স্বত্বাধিকারী মাহবুবুল আলম ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনানি ঔষধ শিল্পের কেন্দ্রীয় সভাপতি ও নেপচুন ল্যাবরেটরিজ ইউনানির স্বত্বাধিকারী ড. সাইদ আহমেদ সিদ্দিকী। সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ও গ্রেন প্লাসের স্বত্বাধিকারী আলহাজ্ব সাইফুল ইসলাম।
দেশের ইউনানি ঔষধ শিল্পে অবদান, উৎপত্তি, আধুনিকায়ন ও উপকারিতা তুলে ধরে সাপ্লিমেন্টারি স্থিরচিত্র উপস্থাপন করেন ড. রোকেয়া বশরি। এসময় উদ্যোক্তা ইমরুল হাসান রন্টি সংগঠনের নাম ধরে স্লোগান দেন এবং উপস্থিত সকলে একসাথে তার জবাব দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— পাবনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও আর টিভির জেলা প্রতিনিধি অধ্যাপক আবুল কালাম আজাদ, ডক্টরস সোসাইটির সভাপতি হাকীম আব্দুর রহিম, সাধারণ সম্পাদক হাকীম ইমরান হোসেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান আবির প্রমুখ।
আলোচনা পর্ব শেষে মধ্যাহ্ন ভোজ ও নামাজের বিরতি হয়। বিকেলে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হলে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোহ ল্যাবরেটরিজের হাকীম হাফেজ মাসুদুর রহমান।
0 Comments