Header Ads Widget

Responsive Advertisement

পাবনা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক : 

পাবনা সাংবাদিক ফোরামের আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল ৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮ টা পাবনা শহরে  এ্যাসোর্ট স্পেশালাইজড হসপিটালের সভাকক্ষে ফোরামের আহবায়ক মো. হাসান আলী’র সভাপতিত্ব ও ড. মো. মনছুর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা রোটা. মো. জালাল উদ্দিন। তিনি বলেন,  সাংবাদিকতা একটি মহান পেশা। আপনাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে বছরে একবার হলেও আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই। আমাদের সংগঠনের একটি গঠনতন্ত্র আছে। আপনারা গঠনতন্ত্র মোতাবেক নিজ নিজ দায়িত্ব পালনে করবেন এবং এই সংগঠনকে একটি আদর্শ সংগঠনে পরিণত করতে সচেষ্ট হবেন। আমি আপনাদের পাশে থেকে সাথে থেকে কাজ করতে চাই। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এডহক কমিটির যুগ্ন-আহবায়ক আব্দুস সুবহান মারুফ , সদস্য সচিব আলাউদ্দিন বিন কাশেম, আলহাজ্ব আমিনুর রহমান খান, ড. আল আমিন, শফিক ইসলাম, রেহেনা পারভীন, আব্দুল আজীজ হুমায়ুন, নবী নেওয়াজ, পলাশ হোসেন, আব্দুল্লাহ আল মোমিন প্রমুখ।

সভায় সংগঠনের সদস্যদের মাসিক চাঁদা পরিশোধ করা, প্রতিষ্ঠা বার্ষিকী পালনের প্রস্তুতি গ্রহণ ও উপদেষ্টা পরিষদ গঠন, সংগঠনের কোনো সদস্যের বিরুদ্ধে অনৈতিক কোনো কাজ, সংগঠনের মধ্যে শৃঙ্খলা ভঙ্গ, বিভাজন সৃষ্টিসহ গঠনতন্ত্র পরিপন্থীমূলক অভিযোগ হলে তার সদস্যপদ বাতিলসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। 

সংগঠনের প্রয়াত সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর ও সদস্য কবি ইদ্রিস আলী স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে দোওয়া করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন সাংবাদিক আব্দুল আজিজ হুমায়ুন। 


Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ