Header Ads Widget

Responsive Advertisement

সাঁথিয়ায় পুত্রবধূ বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বৃদ্ধ শ্বশুরকে



মনসুর আলম খোকন, সাঁথিয়া প্রতিনিধি:


পাবনার সাঁথিয়ায় শ্বশুর মোজাম হোসেনকে (৭০) বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে পুত্রবধূ রুমি খাতুন। ঘটনাটি ঘটেছে পৌরসভাধীন দক্ষিণ বোয়াইলমারী কলেজপাড়া গ্রামে। রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। মোজামের বাড়ি উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই হলেও বহু বছর ধরে সে সাঁথিয়া কলেজপাড়াতে বসবাস করতো।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার কলেজপাড়া গ্রামের মোজাম হোসেনের ছেলে মিঠুর সাথে গত পাঁচ বছর আগে আফড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমির বিয়ে হয়। বিয়ের পর থেকে সে মানসিক রোগী ছিল বলে জানায় তার পরিবার। সে ঢাকাস্থ মানসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। রোববার রাত আটার দিকে হঠাৎ রুমির মানসিক চাপটা বেড়ে যায়। শেষে হাতের কাছে বটিদাও দিয়ে শ্বশুর মোজামের পেটে ও পিঠে কোপ দেয়। এসময় তার পেটের ভূড়ি বের হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী হাসপাতালে নেয়া হলে রাত তিনটার দিকে সে মারা যায়।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ