বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, প্রখ্যাত শ্রমিক নেতা এড. শামছুর রহমান শিমুল বিশ্বাসের আশু রোগমুক্তি কামনায় এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপ।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় পাবনার দক্ষিণ রাঘবপুর অবস্থিত ঐতিহ্যবাহী হাজী আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসার মাহী মুক্তার অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি বলেন, শুধু শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া করলেই হবে না। তার হাত ধরে পাবনা-৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। আজ এখানে উপস্থিত সকলে অঙ্গীকার করুন—আপনারা ধানের শীষে ভোট দিবেন এবং আপনার পরিচিত সকলের কাছ থেকে ভোট আদায় করবেন। উন্নত ও পরিবর্তিত পাবনা গড়তে হলে শিমুল বিশ্বাসের কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব গোলাম রব্বানী কামনা এবং পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ। এসময় আরও বক্তব্য দেন, পাবনা মোটর মালিক গ্রুপের সভাপতি খাদেমুল ইসলাম বাদশাহ, জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল,
জেলা ট্রাক-ট্যাংকলড়ি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এনামুল হক পলাশ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারেক প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসপো গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলিমুজ্জামান বিশ্বাস পনি, এআর ফ্লাওয়ার মিলের সত্বাধিকারী আওকাত হোসেন, ট্রাক মালিক নেতা আলহাজ্ব আফতাব হোসেন, ট্রাক মালিক গ্রুপের সহ-সভাপতি রইস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কাউসার, সদস্য মারুফ আহমেদ, মুস্তাফিজুর রহমান বিদ্যুৎ, এসএম রিসন রাজিব, এডরুকের জিএম ইকবাল হোসেন, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসেন, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য আব্দুল্লাহ হোসেন, বাংলাস্টার পরিবহনের সত্বাধিকারী মো. ইরফান, জেলা বিএনপির সাবেক সদস্য সাকুব্বর হোসেন, জেলা যুবদল সদস্য কেরামত আলী, ক্যামেরা বিক্রয় ডটকমের সত্বাধিকারী সুলাইমান হোসেন, এডওয়ার্ড কলেজ ছাত্র প্রতিনিধি আশরাফুল ইসলাম রাফি, এনসিপি নেতা স্বার্থক হোসেনসহ জেলা পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের আরও অনেক নেতা কর্মী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন উপাধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা শাহীন আলম। এছাড়াও, শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পাবনার প্রায় সকল মসজিদ-মাদ্রাসায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু হানিফ স্বপন। তার নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রফিকুল ইসলাম কিরন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, কোষাধ্যক্ষ মোল্লা সেলিম, নির্বাহী সদস্য আজিজুল মোল্লা, পারভেজ পান্নু, রিকাত জোয়ার্দ্দার প্রমুখ।
0 Comments