Header Ads Widget

Responsive Advertisement

অবশেষে ইছামতি নদী সাঁথিয়া অঞ্চলে কচুরিপানা অপসারণ কাজ শুরু


ওয়ান মিনিট টিভি ডেস্ক : 

ইছামতি নদীর তীরে সাঁথিয়ার তলট, ছেঁচানিয়া, সোনাতলাবাসীর জন্য সুখবর। অবশেষে সাঁথিয়ার এই এলাকাগুলোতে ইছামতি নদীর কচুরিপানা অপসারিত হচ্ছে। 

বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম ওয়ান মিনিটকে বলেন, আগামী ১৫ জুলাই'২৫ মঙ্গলবার সাঁথিয়া উপজেলার তলট ব্রিজের পাশ থেকে সর্বমোট সাড়ে চার কিলোমিটার নদীর কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন করা হবে। তিন আরো বলেন, পানি উন্নয়ন বোর্ডের এনবিআর (NBR) প্রকল্পের আওতায় এই কাজ করা হচ্ছে। এই এনবিআর বলতে মূলত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (BWDB) অধীনে বাস্তবায়িত বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ বিষয়ক বিভিন্ন প্রকল্পকে বোঝায়। এই প্রকল্পগুলো দেশের পানি সম্পদ ব্যবস্থাপনার অংশ হিসেবে বন্যা প্রতিরোধ, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষিকাজে সেচ সুবিধা প্রদানে কাজ করে থাকে। উল্লেখ্য, ৬৮, পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইয়েদ আবদুল্লাহর আবেদনের প্রেক্ষিতে বেড়া পানি উন্নয়ন বোর্ড এই প্রকল্প গ্রহণ করেছে। ভবিষ্যতে এটা চলমান থাকবে বলে বেড়ার নির্বাহী প্রকৌশলী ওয়ান মিনিটকে জানিয়েছেন। 

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ