Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় দুর্নীতিবিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত



এবিএম ফজলুর রহমান:

শনিবার পাবনা প্রেসক্লাব ভিআইপি অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পাবনার আয়োজনে "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই শ্লোগান কে সামনে রেখে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ারুল উল আজীজের সভাপতিত্বে দুর্নীতিবিরোধী রচনা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দুর্নীতি দমন করতে তরুনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে, তরুণেরাই পারে দুর্নীতি মুক্ত প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করতে। তিনি আরো বলেন, তরুণরাই দেশের প্রাণ শক্তি  তাদের সক্রিয় ভূমিকাই পারে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে।  

দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনায় অনুষ্ঠিত  স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম সরকার। 

বিতর্কে পাবনা স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ দল চ্যাম্পিয়ন এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। স্কয়ার হাই স্কুল এন্ড কলেজের দলনেতা তাজমিরা সিরাজ সিথী শ্রেষ্ট বিতার্কিক নির্বাচিত হন।  অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পাবনা  দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা প্রমুখ। পরে প্রতিযোগিতায় বিজীয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও মডারেটরের দায়িত্ব পালন করেন, ড. মো. মনছুর আলম। বিচারকের দায়িত্ব পালন করেন দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহবুব আলম, সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এসএম ফরিদ, কবি আজিজা পারভীন ও কবি জামিল হোসেন।

 বিভিন্ন প্রতিযোগিতায় পাবনার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশ নেয়। অনুষ্ঠানটি সমবেত জাতীয় সংগীত পাঠের মাধ্যমে সূচনা করা হয়।


Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ