Header Ads Widget

Responsive Advertisement

বর্ণাঢ্য আয়োজনে 'দৈনিক সিনসা'র ২০ বছরে পদার্পণ উদযাপন



সবার বাসযোগ্য করে গড়ে তুলতে হবে আধুনিক পাবনা জেলা- এ্যাড. শিমুল বিশ্বাস

ওয়ান মিনিট টিভি ডেক্স:

বাংলদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, সবাইকে নিয়ে সবার বাসযোগ্য করে গড়ে তুলতে হবে আধুনিক পাবনা জেলা। তিনি আরও বলেন, উন্নয়নের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। নিজেদের মধ্যে কোনো ভেদাবেদ রাখা যাবে না। ৪ জুলাই পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত দৈনিক সিনসা‘র ২০ বছরে পদার্পণ উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ, আলোচনা সভা, গুণিজন সম্মাননা ক্রেস্ট ও কেককাটার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ মাহাতাব বিশ্বস সাইন্স এন্ড টেকনোলজি বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের (প্রস্তাবিত) চেয়ারম্যান আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মু. শরিফুল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ(অব.) প্রফেসর ইফতেখার মাহমুদ, পাবনা প্রেসক্লাবরে সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, জাতীয়তাবাদী মহিলা দল পাবনা জেলার সভাপতি পূর্ণিমা ইসলাম ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা।

এর আগে দৈনিক সিনসা সাহিত্য সম্পাদক ড. মনছুর আলমের সঞ্চলনায় পত্রিকাটির সাফল্য কমানা করে দৈনিক সিনসা পরিবারকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন মাছরাঙার বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা, নাটোর জেলার সিংড়া টিএসসি‘র অধ্যক্ষ আলম সেখ, সরকারি এডওয়ার্ড কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, সামছুল হুদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হক চৌধুরী টগর, অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, সহকারী অধ্যাপক ড. আল আমিন, পাবনা সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা রোটারিয়ান জালাল উদ্দিন প্রমুখ। এবং দৈনিক সিনসাকে নিবেদন করে কবিতা পাঠ করেন প্রায় ৪০ জন কবি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলেঅয়াত করেন সাংবাদিক খালেদ আহমেদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেসার্স সিনসা প্রেস এন্ড প্যাকেজিং এর স্বত্ত্বাধিকারী ইসরাত জেরিন খান হেলেন। 

অনুষ্ঠানে সর্বাধিক সংবাদ প্রেরণের জন্য বার্তা সংস্থা পিপ, সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য ফজলুল হক মোল্লা, সর্বাধিক কলাম লেখক হিসেবে ড. মনছুর আলম, সেরা রিপোর্টার হিসেবে এম এ আলিম রিপন এবং বিশেষ বিশেষ সংবাদ সরবরাহ করার জন্য বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদকে সম্মননা পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে দৈনিক সিনসা পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান, পাবনা সেন্ট্রাল গালর্স হাই স্কুল, পাবনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, রিভারাইন পিপল পাবনা, সিএনএফ টিভি, কবি আজিজা পারভীন, কবি জহুরা আকতার ইরা, কবি কামরুন্নাহার শিল্পী, কবি মমতাজ রোজ কলিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।

 

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ