হৃদয় হোসেন নিরব :
পরিবেশ সংরক্ষণ ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে পাবনার লাইব্রেরি বাজার সংলগ্ন দারুল আবরার হাফিজিয়া মাদরাসা ও নূরাণী কিন্ডারগার্টেন প্রাঙ্গণে তারুণ্যের অগ্রযাত্রার উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় কচিকাঁচা শিক্ষার্থী, শিক্ষক ও পথচারীদের হাতে পেয়ারা, কামরাঙা, চালতা, বেল, দারুচিনি, জলপাইসহ ফলজ, ঔষধি ও মসলা জাতীয় অর্ধশতাধিক চারা তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স।
বিতরণ শেষে রাস্তার পাশে আরও অর্ধশতাধিক চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে অংশ নেন অনলাইন চ্যানেল সিএনএফ টিভি'র চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক স্বাধীন মত'র পাবনা জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম তমাল, দৈনিক সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি হৃদয় হোসেন নিরব, জেএ টিভির জেলা প্রতিনিধি ফজলুল কবির, মাদরাসার অধ্যক্ষ মুফতি রাকিবুল ইসলাম, সংগঠনের জেলা সদস্য মুন্না হোসেন, আকাশ খান, আসাদ খান, ওমর ফারুক মানিক, সামির হোসেন প্রমুখ।
পাবনা জেলা শাখার সভাপতি আয়েশা ইরা'র সার্বিক সহযোগিতায় কর্মসূচির অর্থায়ন করেন আমেরিকা প্রবাসী ফজিলাতুন্নেছা নাহার ও আমিনুর রহমান, যা উৎসর্গ করা হয় তাঁদের প্রয়াত মা মরহুমা হালিমা রহমান-এর সাদকায়ে জারিয়ার উদ্দেশ্যে।
উল্লেখ্য, “তারুণ্যের অগ্রযাত্রা” গত ১৩ বছর ধরে পাবনায় বৃক্ষরোপণ, গাছ বিতরণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক নানা উদ্যোগ সফলভাবে পরিচালনা করে আসছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
0 Comments