ওয়ান মিনিট ডেক্স :
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সাড়ে ১১টায় পাবনা সেন্ট্রাল গার্লস হাই স্কুল মিলনায়তনে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তালেবুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া তাসনিম।
বিশেষ বক্তব্য দেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। ক্যাব পাবনার সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম ও পাবনা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামাল, সাংগঠনিক সম্পাদক ও নদী গবেষক ড. মনছুর আলম এবং সদস্য ও সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ।
শেষে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি শিক্ষার্থীদের হাতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে জানুন” শীর্ষক লিফলেট তুলে দেন এবং তা থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করেন। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আয়শা সিদ্দিকা।
উল্লেখ্য, ক্যাব পাবনা প্রতিষ্ঠাবলগ্ন থেকেই ন্যায্য বাজার ব্যবস্থা, ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য ও ভোক্তাদের সচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে।
0 Comments