Header Ads Widget

Responsive Advertisement

রিভারাইন পিপল পাবনার বৃক্ষরোপণ কর্মসূচি

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক :  

সাঁথিয়া থানা চত্বরে বট গাছের চারা রোপণের মাধ্য দিয়ে এ বছরের বৃক্ষরোপণ কর্মসূচির শুভসূচনা করেন রিভারাইন পিপল পাবনার সভাপতি লেখক ও নদী গবেষক ড. মনছুর আলম। 
গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান। আরো উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুল লতিফ, এসআই শ্রী আশুতোষ সরকার, সাঁথিয়ার বাস শ্রমিক সমিতির চেন মাস্টার মো. আলমগীর হোসেন আলম, বাস মালিক সমিতির সদস্য মো. আব্দুস সালাম, সাঁথিয়া বাজারের ব্যবসায়ী মো. মোজাহিদ ফকির, তামিম বাসের কন্ডাক্টর মো. নান্নু হোসেন প্রমুখ। এছাড়াও সাঁথিয়া বাস ও সিএনজি চালিত অটো ড্রাইভারগণের অনেকে এ সময় উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, সাঁথিয়া থানা এবং সরকারি পাইলট স্কুলের পাশে রাস্তার ধারে ছায়া দানকারী কোনো বৃক্ষ না থাকায় দীর্ঘ দিন ধরে যাত্রী ও বাস-সিএনজির ড্রাইভার হেলপার প্রচণ্ড রোদ, গরমে কষ্ট পাচ্ছিলেন। এদের কথা চিন্তা করে; এছাড়া সাঁথিয়ার ঐ স্থানে একটি ঐতিহ্যবাহী কড়ই গাছ ছিল যা, সাঁথিয়া বাজারে আসা শত শত লোকজনকে ছায়া দান করতো বিবেচনা করে এখানে একটি বটের চারা রোপণ করা হয়। মূলত এই বটের চারা রোপণের  মধ্য দিয়ে নদী ও পরিবেশবাদী সংগঠন রিভারাইন পিপল পাবনা এবছরের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলো।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ