ওয়ান মিনিট টিভি ডেস্ক :
কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (CAB) এর পাবনা জেলা শাখার আয়োজনে ভোক্তা সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় শহরের দিলালপুরে সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া তাসনিম।
সংগঠনের সভাপতি এবিএম ফজলুর রহমান'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা এর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলম'র সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য শহীদুল ইসলাম লালু, এমএস ফুডের সত্বাধিকারী মাহবুবুল আলম ফারুক ও সদস্য উম্মে সালমা কোহিনূর এবং ১০ম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএনএফ টিভি'র চেয়ারম্যান খলেদ আহমেদ, দৈনিক সরেজমিন বার্তার সদর উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন, বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবকসহ প্রায় ২শ শিক্ষার্থী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা সোরহাব হোসেন।
0 Comments