Header Ads Widget

Responsive Advertisement

ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে এবিএস ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

 


স্টাফ রিপোর্টার:

পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি" এই স্লোগানে সোমবার ২৮ জুলাই ১২টায়  ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এবিএস ফাউন্ডেশন পাবনার উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সার্বিক ব্যবস্থাপনায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি বৃক্ষ এবং ফুলের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন কারা হয়।

এ উপলক্ষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের কলেজে অধ্যক্ষ সুরাইয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইমাম গাযযালী ট্রাস্ট এবং  ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরষদের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, তিনি বলেন, আমাদের বাড়ি, আমাদের স্কুল কলেজের আঙিনা পরিবেশ সম্মত হওয়া চাই। আমাদের পরিকল্পিত বনায়ন করতে হবে। এর পাশাপাশি  পরিকল্পনা মাফিক নগরায়ন করতে হবে। তাহলে  পরিবেশ বাঁচবে, দেশের টেকসই উন্নয়ন হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন এবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক বন কর্মকর্তা রোটারিয়ান মো. আলতাফ হোসেন। তিনি বলেন, দীর্ঘ বছর যাবৎ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও কমিউনিটি এলাকায় শোভাবর্ধনকারী, বিরল প্রজাতি, বিলুপ্ত প্রায় ঔষধি ও ফলদ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করে আসছে এবিএস ফাউন্ডেশন। সে ধারাবাহিকতার অংশ হিসেবে আজ আমারা শহরের এই কলেজটিকে বেছে নিয়েছি। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করে বলেন, আপনারা এই চারাগুলো রোপণ করে যত্ন নিবেন, সঠিক পরিচর্যা কবরেন। শুধু রোপণ করলেই হবেনা এর সঠিক পরিচর্যা করে পূর্ণতা দিতে হবে। প্রয়োজনে চারাটিকে বেড়া দিয়ে ঘেরা দিতে হবে। বিশেষ অতিথি  হিসেবে আরও বক্তব্য রাখেন, দৈনিক সিনসা পত্রিকা সম্পাদক   বেলা'র নেটওয়ার্ক সদস্য এসএম মাহাবুব আলম, বিশিষ্ট নদী গবেষক বেলা'র নেটওয়ার্ক সদস্য ড. মনছুর আলম প্রমুখ।  এছাড়া আরো বক্তব্য রাখেন, ইমাম গাযযালী ট্রাস্টের ম্যানেজিং সেক্রেটারি আইয়ুব হোসেন খান, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার বেলার নেটওয়ার্ক সদস্য শফিক আল কামাল, সিএনএফ টিভির চেয়ারম্যান সাংবাদিক খালেদ আহমেদ এবং ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের  সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান প্রমুখ।  

এছাড়া শিক্ষকগণের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মোবাশ্বেরা সালমা, সহকারী শিক্ষক সুলতানা পারভীন ইতি, সহকারী শিক্ষক হাফেজ মোহাম্মদ আলীসহ প্রায় দুই  শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের পক্ষ থেকে গাছের উপকারিতা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার আলো।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ও মহল্লার কিছু  ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার বিসমি।  সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন কলেজের সহকারী শিক্ষক আব্দুল মান্নান ভুঁইয়া।  

উল্লেখ্য, ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৩২০০ জন শিক্ষার্থীর  মধ্য থেকে বাছাই করে (অর্থাৎ যারা গাছের চারার সঠিক পরিচর্যা করতে পারবেন) ২০০ জনকে চারা প্রদান করা হয়। এছাড়া  আগত অতিথি, অবিভাবক এবং শিক্ষকগণকেও একটি করে গাছের চারা প্রদান করেন এসবিএস ফাউন্ডেশন। গাছের চারার মধ্যে ছিল কলেমের আম, লেবু, পেয়ারা  এবং ফুলের চারা মহুয়া, সোনালি  এবং ঔষধি গাছ নিম উল্লেখযোগ্য।

মূলত পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই ধরণের উদ্যোগ নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।



Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ