Header Ads Widget

Responsive Advertisement

মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য পাবনায় মানববন্ধন

 


 ইছামতি নদীর এই মেগা প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম বা কালক্ষেপণ মেনে নেবে না পাবনাবাসী- আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস 

ওয়ান মিনিট টিভি ডেক্স : 

আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের কাজ খুড়িয়ে খুড়িয়ে চলছে। শুরুতে যেখানে শতাধিক ভেক্যু ইছামতি খনন সকাল থেকে সন্ধ্যা অবধি একটানা কাজ করতো; যা আমি নিজে, স্বদলবলে সরেজমিনে গিয়ে পর্যবেক্ষণ করে আসছি। আর এখন মাত্র ৫টি ভেক্যু কাজ করছে; যা খুবই হতাশার এবং দুখঃজনক। নদী খনন পর্যবেক্ষণে গিয়ে আমরা আশায় বুক বেঁধেছিলোম যে, যথাসময়ে এই প্রকল্পের কাজ শেষ হবে; কিন্তু এখন দেখছি এর উল্টো। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদেরকে আবার মাঠে নামতে বাধ্য করবেন না। নিম্ন আদালতের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করুন; ইছামতি নদী খনন ও উচ্ছেদ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করুন। আমরা কাফনের কাপড় পরে বৃষ্টিতে ভিজে আন্দোলন করেছি এই ইছামতির জন্য। প্রয়োজনে এর চাইতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাবনা’র প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস উপরের কথাগুলো বলেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার ব্যানারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাবনার নদী ও পরিবেশকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, লেখক, কবি-সাহিত্যিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বিশাল মানববন্ধনে অংশগ্রহণ করেন। “পাবনাবাসী আগুয়ান, ইছামতি হবে বেগবান” এই স্লোগানে স্লোগানে মুখরিত ছিল আব্দুল হামিদ রোডের শহিদ চত্বর থেকে ইন্দারাপট্টি পর্যন্ত।

ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এসএম মাহাবুব আলমের সভাপতিত্বে এবং সিএনএফ টিভির চেয়াম্যান খালেদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবীর, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পাবনার সভাপতি পূর্ণিমা ইসলাম, শামসুল হুদা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি নজরুল ইসলাম বাবু, পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, পাবনা সদর থানা মহিলাদলের সভাপতি মোহসিনা খাতুন সেতু, পাবনা সদর থানা মহিলাদলের সেক্রেটারি জিনিয়া আফরোজ, জাতীয়তাবাদী মহিলা পৌরদল পাবনার সভাপতি ফারজানা ইয়াসমিন, লেখক ও নদী গবেষক রিভারাইন পিপল পাবনার সভাপতি ড. মো. মনছুর আলম, এমএস গ্রুপের এমডি মাহাবুবুল আলম ফারুক, পাবনা আদর্শ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ওহিদুর রহমান, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, আহমেদ রফিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, কৃষিবিদ জাফর সাদিক, কবি ফিরোজা খান, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, আইন সহায়তা ফাউন্ডেশনের সভাপতি আফজাল হোসেন বটু, শহীদ সাধন সঙ্গীত কলেজের অধ্যক্ষ মনিরা পারভীন, উত্তরণ পাবনার সভাপতি কবি আলমগীর কবির হৃদয়, বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি মানিক মজুমদার, এড. ফজলুল করিম বাচ্চু, হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সদস্য আমিনুল ইসলাম, নদীকর্মী আবুল কালাম আজাদ, কবি মহসিন আলী প্রমুখ। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আদর্শ গার্লস হাইস্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তার। মানববন্ধনে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাংবাদিক এমএস আলম, সাংবাদিক জুবায়ের খান প্রিন্স, সাংবাদিক শিশির ইসলাম, সাংবাদিক রহমত উল্লাহ দোলনসহ প্রায় অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া কর্মী এবং আদর্শ গার্লস হাইস্কুলের প্রায় ছয়শত শিক্ষার্থী। 

আমরা জানি, ইছামতি নদী পুনরুজ্জিবীতকরণ এই মেগা প্রকল্পের মধ্যে নদী খনন কাজ ১১০কিলোমিটার, শহরে নদীর উভয় তীরে ১০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ, রিটেনিং ওয়াল নির্মাণ, ব্লক ফেলা, জ্রেনেজ নির্মাণ, ৫৬টি ঘাটলা নির্মাণ এবং ৪২ হাজার ৩১০টি বৃক্ষরোপণ করে শোভাবর্ধনের কাজ রয়েছে। যা বাস্তবায়িত হলে পাবনা একটি আধুনিক যানজটমুক্ত ও পরিবেশসম্মত রুচিশীল শহরে পরিণত হবে। ইছামতি নদী পুনরুজ্জিবীতকরণ এই মেগা প্রকল্পের কাজকে মোট ছয়টি স্লটে ভাগ করে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান এমএস আহাদ বিল্ডার্স খনন কাজ করছেন এবং তত্ত্বাবধান করছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। কাজের শেষ সীমা ধরা হয়েছে ৩১ মার্চ ২০২৭ খ্রি. পর্যন্ত। প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১ হাজার ৫৫৪ কোটি টাকা।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ