Header Ads Widget

Responsive Advertisement

বর্ণাঢ্য আয়োজনে পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন

 


ওয়ান মিনিট ডেক্স : 

“অভয়াশ্রম গড়ে তুলি দেশী মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যে গত ১৮ আগস্ট সোমবার পাবনায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালী বের হয়ে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: জাহাঙ্গীর আলম প্রামানিক, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সিনিয়র মৎস্য অফিসার আবদুল হালিম, এনএসআই উপপরিচালক কামরুল হাসান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এক্সিকিউটিভ শাওন দেবনাথ, ছাত্র প্রতিনিধি সরকারি এডওয়ার্ড কলেজের মো. রাসেল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মৎস্য সম্প্রসারণ অফিসার শারমিন আক্তার। আলোচনা সভা শেষে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্য চাষীদের মাঝে কাজে আরও উৎসাহিত করার লক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট গ্রহন করেন আর এমপি ফিশারিজ পাবনা সদর রাসেদ রানা, জোয়াদর্দার মৎস্য খামার ঈশ্বরদী আবু তালেব জোয়ার্দদার, মৎস্য চাষী খামার লিয়াকত আলী খান, আশরাফুল মৎস্য খামার সুজানগর আশরাফুল আলম। এছাড়া জেলা প্রশাসকের বাসভবনে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পাবনা জেলায় বর্তমানে মাছের উৎপাদন ৭৬২৭৪ মে.টন, মাছের চাহিদা ৫৮৪৭৫ মে.টন, মাছের উদ্বৃত্ত ১৭৮১৭ 


Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ