শ্রমিক আন্দোলনের অগ্রণী কণ্ঠস্বর, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের অন্যতম নেতা ও পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শামছুর রহমান শিমুল বিশ্বাস শ্রমিক আন্দোলনে তার উল্লেখযোগ্য অবদানের কারণে বাংলাদেশের একজন প্রখ্যাত ও উদীয়মান জাতীয় নেতা হিসেবে সুপরিচিত হয়েছেন। তিনি প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসেবে সব সময় শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছেন।
তার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা। শুক্রবার ২২ আগস্ট বাদ জুম্মা পাবনার আরিফপুর হাজিরহাট মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে মসজিদের খতিব হাফেজ মাওলানা আহসানুল্লাহ দোয়া পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন পাবনা সদর-৫ আসন দোগাছি ইউনিয়ন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লোকমান হোসেন, ৬ নং পৌর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মকুসহ কয়েক শত মুসল্লি।
আয়োজক হিসেবে রুহুল আমিন বিশ্বাস রানা বলেন, এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস শ্রমিক অধিকার ও গণমানুষের কণ্ঠস্বর। আমরা সবাই তার সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন।
0 Comments