ওয়ান মিনিট টিভি ডেক্স :
গত শনিবার ১১টায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে পাবনা শহরের দীপচর মহল্লায় অবস্থিত জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলের সার্বিক ব্যবস্থাপনায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন কারা হয়েছে।
এ উপলক্ষে স্কুলের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোছা. ফেরদৌসী পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক বন কর্মকর্তা রোটারিয়ান মো. আলতাফ হোসেন। তিনি বলেন, দীর্ঘ বছর যাবৎ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও কমিউনিটি এলাকায় শোভাবর্ধনকারী, বিরল প্রজাতি, বিলুপ্ত প্রায় ঔষধি ও ফলদ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করে আসছে এবিএস ফাউন্ডেশন। সে ধারাবাহিকতার অংশ হিসেবে আজ আমারা শহরের এই স্কুলটি বেছে নিয়েছি। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করে বলেন, আপনারা এই চারাগুলো রোপণ করে যত্ন নিবেন, সঠিক পরিচর্যা কবরেন। শুধু রোপণ করলেই হবেনা এর সঠিক পরিচর্যা করে পূর্ণতা দিতে হবে। তাহলে আমি বেশি খুশি হবো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনার বিশিষ্ট নদী গবেষক ড. মনছুর আলম। তিনি বলেন, আমাদের পরিকল্পিত বনায়ন করতে হবে; তবেই এই ধরিত্রী রক্ষা পাবে। পরিবেশ বাঁচবে, দেশের টেকসই উন্নয়ন হবে। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন স্কুলের সভাপতি মো. হোসেন আলী প্রমুখ।
এছাড়া শিক্ষকগণের মধ্যে উপস্থিত ছিলেন মোছা. সাবরিনা খাতুন, মোছা. রোখসানা পারভীন, মোছা. আলেয়া খাতুন, মোছা. রেশমা আখতার, মোছা. শিলা খাতুন, জান্নাতুল ফেরদৌস কুসুম, মোছা. শান্তা খাতুন, মোছা. তানিয়া খাতুনসহ প্রায় অর্ধ শতাধিক অবিভাবক এবং ১৫০জন শিক্ষার্থী। আরো উপস্থিত ছিলেন 'প্রয়োজন ওয়াটার পিউরিফায়ার এর প্রোপাইটর' মো. আমিরুল ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ও মহল্লার কিছু ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী মো. ওয়াহিদুল ইসলাম।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন স্কুলের উপদেষ্টা মো. আব্দুল কাদের মিঠু। উল্লেখ্য, স্কুলের ১৫০ জন শিক্ষার্থীর সবাইকে একটি করে বৃক্ষের চারা দেওয়া হয় এবং আগত অতিথি, অবিভাবক এবং সকল শিক্ষকগণকেও একটি করে গাছের চারা প্রদান করেন এসবিএস ফাউন্ডেশন। গাছের চারার মধ্যে ছিল কলেমের আম, লেবু পেয়ারা এবং শোভাবর্ধক কাঠবাদাম, বকুল ও সোনালু এবং ঔষধি গাছ নিম উল্লেখযোগ্য।
0 Comments