Header Ads Widget

Responsive Advertisement

চাটমোহরে চিকনাই নদী রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

 


জাহাঙ্গীর আলম, চাটমোহর :

"চলনবিল রক্ষায় আমরা ধরা" ও "চিকনাই নদী রক্ষায় আমরা" এর যৌথ আয়োজনে চাটমোহর উপজেলার মুলগ্রাম চিকনাই ব্রিজ এর উপর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

খামারের বর্জ্য, কচুরিপানা মুক্ত ও দখল-দুষণ হতে চিকনাই নদী রক্ষা ও ডেমরার স্লুইস গেট অপসারণ করে চিকনাই নদী অবাধ প্রবাহের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মঙ্গলবার ১২ আগষ্ট সকাল ১০টায় মানববন্ধন শুরু হয়ে ১১:৩০ টায় গিয়ে শেষ হয়। চলনবিল রক্ষায় আমরা ধরা ও চিকনাই নদী রক্ষায় আমরা এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মানব্বন্ধনে সভাপতিত্ব করেন চিকনাই নদী রক্ষায় আমরা এর আহবায়ক আলহাজ্ব আবদুল জব্বার মাষ্টার। মুল আলোচনা করেন চলনবিল রক্ষায় আমরা ধরা এর সমন্বয়কারী মো: জাহাঙ্গীর আলম।

চিকনাই নদী রক্ষায় আমরা এর সদস্য সচিব মোঃ খলিলুর রহমান এর সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন আটলংকা এম এ মাহমুদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো: মাহমুদুল হাসান, চিকনাই উচ্চ বিদ্যালয় এর শিক্ষক জনাব সাহেব আলী। মানববন্ধনে বক্তারা পানি উন্নয়ন বোর্ডকে ডেমরার স্লুইসগেট অপসারণ করে চিকনাই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেয়ার আহবান জানান পাশাপাশি নদী পাড়ের বিভিন্ন স্থানে গড়ে উঠা মুরগী ও গরুর খামারের বর্জ্য যাতে খামারিরা নদীতে ফেলে নদী দুষণ না করেন সেজন্য প্রশাসনের দৃষ্টিআকর্ষণ করেন।


Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ