Header Ads Widget

Responsive Advertisement

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত



ওয়ান মিনিট টিভি ডেক্স :

"জলবায়ু পরিবর্তনের বিরূপে প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয় স্থানীয়  উদ্যোগও মূখ্য ভূমিকা পালন করে" এই বিষয়ের উপর পাবনা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে এক মনোজ্ঞ আন্ত:শ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল ১০ আগস্ট প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় মোট ৪টি দল অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতা শেষ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মো. মনছুর আলম। তিনি প্রতিযোগিতা শেষে বিষয়ের উপর এবং বিতর্ক বিষয়ক বক্তব্য রাখেন। তিনি বলেন, বিতর্ক চর্চা মেধাকে যেমন শানিত করে তেমনি যুক্তির আলোকে দেশ গড়তে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হতে সহায়তা করে। তিনি আয়োজকদের ধন্যবাদ জনিয়ে বলেন, এরকম আয়োজনে সাহিত্য ও বিতর্ক ক্লাব সত্যিই আনন্দিত,যা শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে সহায়তা করবে। বিশেষ অতিথির বক্তব্য দেন সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আল কামাল প্রমুখ।

বিতার্ক প্রতিযোগিতায় বিচারের দায়িত্ব পালন করেন, ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান, সহকারী শিক্ষক মো. আব্দুল মান্নান এবং সহকারী শিক্ষক শাহনাজ সূচি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও মডারেটরের দায়িত্ব পালন করে স্কুলের সহকারী শিক্ষক মোবাশ্বেরা খাতুন ছালমা। 

উল্লেখ্য, এই বিতর্ক প্রতিযোগিতায় দুটি দল 'জবা' ও 'বেলি' নামে অংশগ্রহণ করে।  জবা দলে অংশগ্রহণকারী বিতর্কিকরা হলেন, পক্ষে ১ম বক্তা জান্নাত জাহান তাজ, ২য় বক্তা মুসকিরাত তাসনিম এবং ৩য় বক্তা বা দলনেতা সিরাজুম মনিরা তমা।  বিপক্ষে ছিলেন, ১ম বক্তা মাহুয়া হাসনাত, ২য় বক্তা হুমায়রা তাবাসসুম এবং ৩য় বক্তা বা দলনেতা নিয়তি ইসলাম। চ্যাম্পিয়ন হয়েছে বিপক্ষ দল, এবং শ্রেষ্ঠ বক্তা দলনেতা নিয়তি ইসলাম। 

বেলি দলে অংশগ্রহণকারী বিতর্কিকরা হলেন, পক্ষে ১ম বক্তা মালিহা বিনতে জামান, ২য় বক্তা মার্জিয়া আক্তার এবং ৩য় বক্তা বা দলনেতা ফারিহা তাবাসসুম তাজ।  বিপক্ষে ছিলেন, ১ম বক্তা মাহিনুমা আক্তার, ২য় বক্তা সামান্তা আক্তার এবং ৩য় বক্তা বা দলনেতা তাজকিয়া সুলতানা। বেলি দলেও চ্যাম্পিয়ন হয়েছে বিপক্ষ দল, এবং শ্রেষ্ঠ বক্তা হয়েছেন দলনেতা তাজকিয়া সুলতানা।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ