Header Ads Widget

Responsive Advertisement

পাবনার সাঁথিয়ায় মজিবর মেকারের অসামান্য সৃষ্টি



মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা : 

মো. মজিবর রহমান ১৯৮৪ সালে নরসিংদী থেকে সাঁথিয়াতে এসে ঘড়ির মেকারের ব্যবসা শুরু করেন। অল্পদিনের মধ্যেই তিনি অতি পরিচিত একজন ঘড়ির মেকার হিসাবে পরিচিতি লাভ করেন। সদালাপি,নম্র, ভদ্র  স্বভাবের একজন মানুষ তিনি। 

এদিকে শূন্যদশকের শুরুর দিকে মোবাইল ফোন চালু হওয়ার পর ঘড়ির চাহিদা দিন দিন কমতে থাকে। তখন ঘড়ির পাশাপাশি তিনি শুরু করলেন চশমার ব্যবসা। নতুন চশমা বিক্রি,চশমার গ্লাস লাগানো, চশমা পাওয়ার এডজাস্ট করা বিভিন্ন কাজ তিনি করে থাকেন। 

তবে বিস্ময়কর ঘটনা হলো- চশমার ব্যবসায় গ্লাস কাঁটা, গ্লাস ফিনিশিং দেওয়া বিভিন্ন কাজের জন্য তিনি যে যন্ত্র ব্যবহার করেন সব তার নিজের হাতে তৈরি। ছবিতে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এ যন্ত্রটির নাম গ্লাস কাটিং ও ফিনিশিং মেশিন। এ যন্ত্রটি  তিনি নিজেই তৈরি করেছেন। মজিবর রহমান বলেন, এই জাতীয় মেশিন যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি তৈরি করে দেবো।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

লালমনিরহাট আনসার-ভিডিপির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন